শনিবার , ১৯ আগস্ট ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ইমেরিটাস অধ্যাপক পদে শরীফকে চান না সাবেক জাবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১৯, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


জাবি করেসপন্ডেন্ট

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

শুক্রবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মের সাবেক শিক্ষার্থীরা। বিবৃতিতে সন্ত্রাস বিরোধী ৮১ জন সাবেক শিক্ষার্থী সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তাল ছাত্র আন্দোলনের মুখে প্রায় এক যুগ আগে গডফাদার খ্যাত উপাচার্য তার মসনদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই শরীফ এনামুল কবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস অধ্যাপক’ পদে সম্মানিত করার দুরভিসন্ধিমূলক পাঁয়তারা দেখে আমরা যারপরনাই বিস্মিত, লজ্জিত, বিব্রত ও আহতবোধ করছি।’

‘বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের ওপর সিন্দাবাদের ভূত হয়ে চেপে বসা তুমুল সমালোচিত ও বিতর্কিত শরীফ এনামুল কবিরের খপ্পরে বারবার পা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা। সেটারই সর্বশেষ সংযোজন হলো— বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধ্যাপক কবিরের নিজস্ব গোষ্ঠীবাদী রাজনীতির শক্তি প্রদর্শন করে ইমেরিটাস অধ্যাপক পদটি বগলদাবা করে নেওয়ার অপপ্রয়াস।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে নিয়োগের সুপারিশ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার কারিগর হিসেবে পরিচিত সাবেক এই উপাচার্যকে এমন একটি অত্যন্ত সম্মানজনক পদে নিয়োগের সুপারিশ করার অনৈতিক, হঠকারী ও লেজুড়বৃত্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে জাবির সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিরুদ্ধবাদী হওয়ার মূল কারণ, তার অতীত রেকর্ড — যেগুলো মাত্র এক যুগের ব্যবধানে সচেতন কারও বিস্মৃত হওয়ার কোনো সুযোগই নেই। বিশ্ববিদ্যালয়ের এক অন্ধকার অধ্যায়ের খলনায়ক শরীফ এনামুল কবিরের কুকীর্তির মাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবং তার তাঁবেদার লাঠিয়াল বাহিনী ‘ভিসিলীগ’র দৌরাত্ম ক্যাম্পাসে এতোটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, সেই সময়ে ছাত্র হত্যাকাণ্ড, শিক্ষিকা ও ছাত্রীদের প্রতি যৌন নিপীড়ন, সান্ধ্যআইন, বিদ্যুৎবিভ্রাট থেকে বৃক্ষকর্তন, ছাত্রীদের লাইব্রেরি যাওয়ার স্বাধীনতা থেকে ছাত্রদের ক্ষুধা লাগলে রাতে খাওয়ার অধিকার, কোটি কোটি টাকার টেন্ডার, জাবির চিরায়ত নান্দনিকতা, হলের রুম থেকে শিক্ষার্থীর ক্যাম্পাস জীবন কোনো কিছুই রেহাই পায়নি। পরবর্তী সময়ে তীব্র গণরোষ, আন্দোলন, অনশন, মিডিয়ার সরব ভূমিকা ও একের পর এক প্রমাণ প্রকাশ হওয়ায় তাকে বিদায় নিতে হয়। কিন্তু চাঞ্চল্যকর জুবায়ের হত্যাকাণ্ডের রক্ত যার হাতে লেগে আছে, তাকেই উল্টো পুরস্কৃত করা হচ্ছে পদ্ধতিগত ফাঁকফোঁকর সৃষ্টি করে।’

তারা আরও বলেন, ‘এ ধরনের অনৈতিক সিদ্ধান্তকে কোনোভাবেই সমর্থন জানাতে পারছি না। তাই অধ্যাপক শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে এমন শিক্ষকদের নিয়োগের সুপারিশ করার দাবি জানাচ্ছি।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে ইমেরিটাস অধ্যাপক সব নিয়োগের প্রক্রিয়াকে দলীয়করণমুক্ত করে একাডেমিক যোগ্যতার ভিত্তিতে করার আহ্বান জানানো হয়েছে সাবেক শিক্ষার্থীদের ওই বিবৃতিতে।

সারাবাংলা/এনইউজাবি/এনএস





Source link

সর্বশেষ - খেলাধুলা