আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে জি-২০ সম্মেলনের পাশাপাশি আলাদাভাবে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানরা। শনিবার (৩০ অক্টোবর) ইতালির রাজধানী রোমে বৈঠকে বসবেন তারা। এদিন রোমে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্র ইরানের সঙ্গে এক পারমাণবিক চুক্তি করে। এ চুক্তিতে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের শর্তে পারমাণবিক কার্যক্রম শিথিল করতে রাজি হয় তেহরান। তবে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন। ফলে ইরান ফের পারমাণবিক কার্যক্রম বেগবান করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার ইরানের কূটনৈতিকদের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কূটনৈতিকরা। নভেম্বর থেকে ইরানের সঙ্গে ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে নতুন আলোচনার আগে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোমে বৈঠকে বসছেন। এসব নেতারা জি-২০ সম্মেলনেও যোগ দিয়েছেন। সাইডলাইন এ বৈঠকে ইরান কৌশল নিয়ে আলোচনা করবেন নেতারা।
সারাবাংলা/আইই