আসন্ন ই-ক্যাব নির্বাচনের খসড়া ইশতেহার ঘোষণা করেছে দ্য চেঞ্জ মেকার্স প্যানেল। পাশাপাশি থিম সং অবমুক্ত করেছেন এই প্যানেল সদস্যরা। মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এই ইশতেহার ঘোষণা দেন চেঞ্জমেকার্স টিমের সদস্য জীশান কিংসুক হক।
ইশতেহারে ই-ক্যাব সচিবালয়কে শক্তিশালী করতে ২০২৩ সালের মধ্যে একজন নির্বাহী পরিচালক নিয়োগ দেয়ার পরিকল্পনা তুলে ধরা হয়। ৬টি ব্যাংক থেকে কো-লেটারাল ঋণ প্রাপ্তি এবং আয় করমুক্তি ও ট্যাক্স বিষয়ে সাপোর্ট দিতে সুনির্দিষ্ট একটি রিসোর্স সেন্টার স্থাপনের ঘোষণা দেয়া হয়। এছাড়াও মোট সদস্যের ৮০ শতাংশকে সক্রিয় রাখা এবং বছর শেষে টাউন হল মিটিং করার কথা বলা হয়েছে। ১০০ জন উদ্যোক্তাকে মেম্বার ইনকিউবেশন ও ২০০ জনকে বিদেশে ব্যবসায়ের সুযোগ করে দেয়ার কথা রয়েছে এই ইশতেহারে। আগামীতে পর পর দুইবার কেউ নির্বাচিত হলে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন সংগঠন বিধিতে এমন পরিবর্তন আনারও ঘোষণাও দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান। প্যানেল প্রার্থী বিপ্লব ঘোষ রাহুলের সঞ্চালনায় একে একে নিজেদের দায়িত্বের কথা তুলে ধরেন মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, মোঃ তাসদীখ হাবীব, আবু-সুফিয়ান নিলাভ, মোঃ ইলমুল হক, নুসরাত লোপা, জীশান কিংশুক হক, শাফকাত হায়দার ও ওয়াসীম আলিম।