ডেস্ক রিপোর্টঃঃ বৃষ্টির কারণে ম্লান হতে পারে এবারের ঈদ আনন্দ। ঈদের দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ১০ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের দিন, ঈদের আগের দিন ও ঈদের পরের দিন আবহাওয়া কেমন থাকবে এটা চূড়ান্তভাবে আরও দুই দিন পর জানা যাবে। তবে আমরা ১০ দিনের যেই পূর্বাভাস দিয়েছি, সে হিসেবে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিনের আবহাওয়ার চরিত্র কেমন থাকবে এটার সঠিক তথ্য ৭২ ঘণ্টা আগে দিতে পারব। কারণ এখন আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। এজন্য সময় যত ঘনিয়ে আসবে, এ বিষয়ে তত নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
আজকের আবহাওয়া পূর্বাভাসে তিনি বলেন, আজ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। এছাড়া ঢাকা, দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী দুই দিনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নেই বলেও জানান এ আবহাওয়াবিদ। তবে এ সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা, খুলনাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।