সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছিল স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাওয়ায় তারা সড়ক অবরোধের পরিবর্তে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি শেষে আগামীকাল শান্তিপূর্ণ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এসময় তারা ঘোষণা দেয়, নিরাপদ সড়কের দাবিতে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শহীদ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী সিফাত সালাম বলে, আমরা নিরাপদ সড়ক চাই। আর কেউ যেন গাড়িচাপায় প্রাণ না হারায়, কোনো শিক্ষার্থী যেন সড়কে পিষ্ঠ না হয়— আমাদের দাবি এটাই।
মানববন্ধন কর্মসূচির কথা জানিয়ে সিফাত সালাম বলে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে এইচএসসি পরীক্ষার জন্য আগামীকাল শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা সড়ক অবরোধ করব না। পরীক্ষা শেষ হওয়ার আগেই আমাদের কর্মসূচি শেষ করা হবে।
শিক্ষার্থীরা বলছে, এইচএসসি পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরীক্ষার কারণে আগামীকাল আর সড়ক অবরোধ করা হবে না। নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি চলবে। পরবর্তী কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে।
এর আগে, বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শান্তিনগর, রায় সাহেববাজার মোড় ও রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সারাবাংলা/ইউজে/টিআর