সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। যে কোনও বিষয়ে জানার জন্য প্রায় সবার কাছেই একটি গুরুত্বপূর্ণ অপশন হল গুগল। বর্তমানে প্রায় সকল সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছে গুগল। কোনও বিষয় সম্পর্কে জানা, কোনও জায়গার ঠিকানা, কোন তথ্য, কোনও দ্রব্য ইত্যাদি যে কোনও বিষয়ে সঠিক তথ্য পেতে একমাত্র সমাধান হল গুগল।
গুগল সময়ের সঙ্গে সঙ্গে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফিচার। গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য এবং নতুন ও উন্নত পরিষেবা দিতে গুগল লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। কিন্তু, জানা গিয়েছে যে, টেক জায়ান্ট কোম্পানি গুগল ২০২৪ সালে বন্ধ করে দিতে পারে তাদের পডকাস্ট পরিষেবা।
আরও পড়ুন: ৬০০ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাচ্ছে Eros Now ওটিটি দেখার সুযোগ! এই নতুন অফারের খবর জানেন কি?
টেক জায়ান্ট কোম্পানি গুগল ঘোষণা করেছে যে, তারা ২০২৪ সালেই বন্ধ করবে তাদের পডকাস্ট পরিষেবা। গুগল একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে,”আমরা ২০২৪ সালের দিকে তাকিয়ে রয়েছি। ২০২৪ সালে বন্ধ করে দেওয়া হবে গুগলের পডকাস্ট পরিষেবা। কারণ আমাদের ফোকাস YouTube Music-এর উপরে।
গুগল পডকাস্ট বন্ধ করে, YouTube পডকাস্টের উপর জোর দেওয়া আমাদের লক্ষ্য। YouTube বর্তমানে খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার আমাদের লক্ষ্য YouTube পডকাস্ট অর্থাৎ YouTube Music-এর উপরে গুরুত্ব দেওয়া। এই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সাহায্য করব Google পডকাস্ট ইউজারদের, তাঁরা যেন YouTube পডকাস্টে চলে যান। কারণ ২০২৪ সালেই বন্ধ করে দেওয়া হবে Google পডকাস্ট।”
গুগলের তরফে জানানো হয়েছে যে, গুগল পডকাস্টের ইউজারদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য YouTube পডকাস্টের উপর জোর দেওয়া হচ্ছে। YouTube পডকাস্টে ইউজাররা বিভিন্ন ধরনের পরিষেবা এবং উন্নত ফিচার ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা পেতে গুগল পডকাস্টের ইউজারদের এখনই YouTube পডকাস্টে ট্রান্সফার করতে হবে। কারণ ২০২৪ সালেই বন্ধ করে দেওয়া হবে গুগল পডকাস্ট।
এছাড়াও গুগলের তরফে জানানো হয়েছে যে, গুগল পডকাস্টে ইউজাররা যে ধরনের পরিষেবা পেতেন, তা সবকিছুই YouTube পডকাস্টেও পাবেন। যেমন – নিজেদের পছন্দ অনুযায়ী কিছু শোনা, OPML ফাইল ডাউনলোড করা, বিভিন্ন শোয়ের মেম্বারশিপ গ্রহণ করা ইত্যাদি। গুগলের তরফে জানানো হয়েছে যে, ইউজাররা গুগল পডকাস্টের পরিবর্তে YouTube পডকাস্টের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে YouTube, YouTube Music ইত্যাদি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google, Google tips