রসুন স্বাস্থ্যের জন্য নানা দিক থেকেই উপকারী। শুধু তাই নয়, রসুন আপনার ত্বকের জেল্লা বাড়ায়। রসুনের গুণাগুণ স্বাস্থ্য ভাল রাখতে কাজ করে। কিন্তু, জানেন কি, বাথরুমের কটূ গন্ধ দূর করতেও রসুন ব্যবহার করা যায়৷ রসুনের গন্ধে ছোটখাটো পোকামাকড়, আরশোলা তো বটেই, দূর হয় বহু ক্ষতিকর ব্যাকটেরিয়াও৷ কী কী উপায়ে রসুন দিয়ে বাথরুম, টয়লেট পরিষ্কার করা যায়, আসুন জেনে নিই৷