#নয়াদিল্লি: OnePlus-এর আধুনিক এবং লেটেস্ট স্মার্টফোন OnePlus 10 Pro 5G বাজারে এসেছে। প্রিমিয়াম এই ফোনের চেহারা থেকে কার্যকারিতা, সবই মানুষের মধ্যে উৎসাহ তৈরি করছে। এক নজরে দেখে নিন OnePlus 10 Pro 5G ফোনের ১০টি সেরা ফিচার।
১. OnePlus 10 Pro 5G ফোনের চেহারা – OnePlus 10 Pro 5G ফোনের ক্যামেরা মডিউলটি একটু বড়। কিন্তু গোটা ফোনটির চেহারা খুবই আধুনিক। রিয়ার ক্যামেরার জন্য OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ম্যাট গ্লাস টেক্সচার।
২. OnePlus 10 Pro 5G ফোনের চার্জার – বর্তমানে অনেক প্রিমিয়াম ফোনের বাক্সেই চার্জার এবং ডেটা কেবল দেওয়া হয় না। কিন্তু, OnePlus 10 Pro 5G ফোনের বাক্সে কেস, চার্জার এবং ডেটা কেবল রয়েছে।
৩. OnePlus 10 Pro 5G ফোনের ডিসপ্লে –OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির কিউএইচডি (QHD) প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়াও OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ১২০এইচজেড রিফ্রেশ রেট।
৪. OnePlus 10 Pro 5G ফোনের প্রসেসর –OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Snapdragon 8 Gen 1 SoC)। OnePlus 10 Pro ফোনে রয়েছে ১২জিবির এলপিডিডিআর৫ র্যা ম (LPDDR5 RAM)।
৫. OnePlus 10 Pro 5G ফোনের প্রযুক্তি- OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে অক্সিজেনওএস ১২.১ (OxyzenOS 12.1) বেসড অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভার্সন।
৬. OnePlus 10 Pro 5G ফোনের সেলফি ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ৩২ এমপি সেন্সর যুক্ত সেলফি ক্যামেরা।
৭. OnePlus 10 Pro 5G ফোনের প্রাইমারি ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক এবং উন্নতমানের ক্যামেরা। যার সাহায্যে এইচডি ছবি তোলা যাবে।
৮. OnePlus 10 Pro 5G ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১১০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ, যা পরিবর্তন করা যাবে ১৫০ ডিগ্রি মোডে।
৯. OnePlus 10 Pro 5G ফোনের ব্যাটারি – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৮০W সুপারভক (80W SupaerVOOC) ওয়্যার্ড চার্জার। এর সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৯৫ শতাংশ চার্জ হয়ে যাবে ফোনের। OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি। এর ফলে এই ফোন একটানা বহু সময় পর্যন্ত চলতে পারবে।
১০. ফোনের দাম- ফোনটির দাম শুরু হচ্চে ৬৬,৯৯৯ টাকা থেকে। OnePlus 10 Pro 5G প্রিমিয়াম ফোন হিসেবে খুবই ভাল জায়গা করে নিতে পারে বাজারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oneplus 10 Pro 5G, Smartphone