শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৭, ২০২৩ ৫:০০ পূর্বাহ্ণ


নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে একশো বার স্ট্রোকে আক্রান্ত হলেন ৬৫ বছরের এক বৃদ্ধ৷ শেষ পর্যন্ত বৃদ্ধের প্রাণ বাঁচাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করলেন দিল্লির চিকিৎসকরা৷ যার ফলে নতুন করে আর স্ট্রোকে আক্রান্ত হননি ওই বৃদ্ধ৷ ইন্ট্রাক্র্যানিয়াল স্টেনটিংয়ের মাধ্যমে বৃদ্ধের মস্তিষ্কের ভিতরে থাকা ধমণীর ব্লকেজ সরাতেও সক্ষম হন চিকিৎসকরা৷

জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে একশো বারের বেশি ট্রানসিয়েন্ট ইসেমিক অ্যাটাক (টিআইএ) অথবা মিনি স্ট্রোকে আক্রান্ত হন ওই বৃদ্ধ৷ এর পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ গত প্রায় ৬ মাস ধরে ডান দিকের হাত এবং পায়ে দুর্বলতা, কথা বলা এবং বোঝার সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ৷

আরও পড়ুন: রাত বাড়তেই জ্যোতিপ্রিয়র বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী! কী ঘটবে, তুঙ্গে জল্পনা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের নাম নিওয়াশ জোহার৷ তিিন উত্তর প্রদেশের হাপুরের বাসিন্দা৷ হাত-পায়ে দুর্বলতা, কথা বলার সমস্যা দেখা দেওয়ার পর একের পর এক চিকিৎসকের দ্বারস্থ হন তিনি৷ কিন্তু কোনও চিকিৎসকই প্রকৃত সমস্যাকে চিহ্নিত করতে পারেননি৷

স্ট্রোকের কী কী লক্ষণ-

  • মুখ, হাত, পা অথবা শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া৷
  • কথা জড়িয়ে যাওয়া অথবা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া৷
  • একটি অথবা দুই চোখেই আচমকা অন্ধত্ব বা দৃষ্টিশক্তির সমস্যা৷
  • চলাফেরায় ভারসাম্যের সমস্যা৷

শেষ পর্যন্ত দিল্লির একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধের সমস্যাকে ধরতে পারেন৷ ওই চিকিৎসকদের মতে, অতিরিক্ত ধুমপানের ফলে তাঁর শিরাগুলি শুকিয়ে গিয়েছিল৷ যার জেরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল৷ যার জেরে শরীরে অক্সিজেন এবং রক্ত সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় পরের পর স্ট্রোকে আক্রান্ত হচ্ছিলেন ওই ব্যক্তি৷

বিনিত বাঙ্গা নামে এক চিকিৎসকের কথায়, প্রথম দিকে প্রতি সপ্তাহে এক থেকে দু বার স্ট্রোকে আক্রান্ত হতেন ওই বৃদ্ধ৷ ধীরে ধীরে প্রতিদিনই একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হতে থাকেন তিনি৷

চিকিৎসকদের মতে, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা হন যাঁরা, তাঁদের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এক লক্ষণ এবং উপসর্গগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Stroke



Source link

সর্বশেষ - খেলাধুলা