স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৭:৫৫
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাব চত্বরে নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর সমাবেশ
ঢাকা: নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’।
রোববার (২ মার্চ) লাগাতার অবস্থান কর্মসূচির ৮ম দিনে সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এর হাতে এ স্মারকলিপি জমা দেন। এ প্রতিনিধি দলে ছিলেন- সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইমরান বিন সোলেমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর এরশাদুল হক, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ বাকী বিল্লাহ প্রমুখ।
এদিকে স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়েজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এবং সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সময়ের দাবি। শিক্ষার মান উন্নয়ন ও মানবিক কারণে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। নন-এমপিও স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা চরম বৈষম্যের স্বীকার। আমার বিশ্বাস দীর্ঘদিনের মানবেতন জীবন যাপনের অবসান ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসীর মুখে হাসি ফোটাবেন।
ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একই নিয়মে চলে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতাদি পান। আর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতাদি পান না। একই দেশে দুই নীতি চলতে পারে না। যা চরম বৈষম্য, এই বৈষম্য দূর করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা চিন্তা করে স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/আরএস
এমপিওভূক্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’