#কলকাতা: রোজকার ব্যস্ততার জীবনে বেশিরভাগ মহিলাই নিজেদের দিকে খেয়াল রাখার সময় পান না । কর্মব্যস্ততার মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যাকেই অবহেলা করে ফেলেন অনেক মহিলাই। ফলে অতিরিক্ত মানসিক চাপের ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে থাকে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যা সাধারণত কম বয়সীদের মধ্যে হতে পারে এমনকি মহিলাদের মধ্যেও এই সমস্যা বেশি দেখা যায়।
মহিলাদের হার্ট অ্যাটাক হওয়ার কিছু প্রধান কারণ-
হাই ব্লাড প্রেশার– হাই ব্লাড প্রেশারের কারণে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা দেয়। অধিকাংশ কম বয়সী মহিলাদের হার্ট অ্যাটাকের কারণ হল হাই ব্লাড প্রেশার। তাই নিয়মিত ব্লাড প্রেসার বা রক্ত চাপের মাত্রা দেখা প্রয়োজন।
আরও পড়ুন: পিরিয়ডের সময় অসহ্য কোমর ব্যথায় ভোগেন? এই সহজ উপায় মানলে নিমেষেই আরাম পাবেন
হাই কোলেস্টেরল- মেনোপজের পর মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। যার ফলে কোলেস্টেরল বাড়তে থাকে । দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ফলে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবনতা বাড়তে থাকে।
ধূমপান- ধূমপানের ফলে হার্টে সমস্যা দেখা দেয় । ধূমপান পুরুষদের তুলনায় মহিলাদের বেশি ক্ষতি করে। সিগারেটে থাকা নিকোটিন হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই ধূমপানের ফলে মহিলাদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়ে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।