রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

কুবির প্রশাসনিক পদে সাত নতুন মুখ

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনে হল প্রাধ্যক্ষ, হাউজ টিউটর, সহকারী প্রক্টর পদে মোট সাতজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

অফিস আদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এছাড়া একই হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং গণিত বিভাগের প্রভাষক মাহিনুর আক্তার।

এছাড়া প্রক্টরিয়াল বডিতে অন্তর্ভুক্ত চার সহকারী প্রক্টর হলেন― গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

তার প্রত্যেকে তাদের পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - বিনোদন