তবে এই সমীক্ষা চোখে আঙু দিয়ে দেখিয়ে দিয়েছে যে অল্পবয়স্কদের তুলনায় বেশি বয়স হয়ে গিয়েছে এমন পুরুষেরাই মূলত সেক্সের জন্য পয়সা খরচ করে থাকেন। কেন, সেই ব্যাপারে শার্লট তুলে ধরেছেন অর্থনৈতিক, মানসিক এবং সঙ্গিনীর সহজলভ্যতার তিন বিষয়কে। তিনি বলছেন যে অল্পবয়সীরা তাঁদের বয়সের কারণেই সহজে সঙ্গিনী পেয়ে থাকেন, সুতরাং তাঁদের পয়সা খরচ করার প্রয়োজন হয় না। অনেকে আবার মানসিক দ্বিধার জায়গা থেকেও দরকার হলেও পয়সা খরচ করতে চান না, অনেক সময়ে সেই টাকাটাও তাঁদের কাছে থাকে না।