আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনীর দাবি, হামাসের ওই ঘাঁটি অস্ত্র তৈরির কারখানা। আল জাজিরার খবর।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরাইলি হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে, হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে আসা ইসরাইলি বিমান লক্ষ্য করে রকেট ছুঁড়েছে।
হামাসের বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গাজা উপত্যকার আকাশে ইহুদিবাদী যুদ্ধবিমানকে পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিয়েছে।’
ইসরাইলের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ নিয়ে উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় বিমান হামলা করে ইসরাইল। এর আগে, সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট দক্ষিণ ইসরাইলে আঘাত হানে।
সারাবাংলা/আইই