রাবি করেসপন্ডেন্ট
রাবি: শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের কাঁদিয়ে ক্যাম্পাস থেকে শেষ বিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এ জি এম শাহরিয়ার।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ক্যাম্পাসে পৌছায় তার লাশ। এসময় শিক্ষক, সহপাঠী, স্বজনরা শোকে মূহ্যমান হয়ে পড়েন। সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে উঠে মতিহারের সবুজ ক্যাম্পাস।
কান্নাজড়িত কণ্ঠে শাহরিয়ারের সহপাঠী মিলন ইসলাম বলেন, এমন কষ্টদায়ক মৃত্যু যেনো আর কারও না হয়। শাহরিয়ারের অকালপ্রয়াণ মেনে নিতে পারছি না। আমাদের বন্ধু কাল আমাদের মাঝে ছিলো আজ নেই ভাবতেই কষ্ট হচ্ছে।
সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ বহনকারী গাড়িটি রওনা হয় গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশে। শাহরিয়ারকে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ভাই গোলাম সারোয়ার শাকিল।
তিনি বলেন, ছোট ভাইয়ের জানাজায় দাঁড়ানো কতটা যে কষ্টের তা বলে বোঝানো যাবে না। আমি জানি না এই কফিনের ওজন আমার পরিবার কেমন করে বহন করবে।
জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান উল-ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নিহত শাহরিয়ারে বড়, চাচাতো ভাই, সহপাঠীসহ প্রায় দুই হাজার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন শাহরিয়ার। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
সারাবাংলা/এনইউ