দেশের বাজারে এখন ওয়্যারলেস ইয়ারবাডের রমরমা। নানা সংস্থা এ হেন পণ্য আনছে প্রায় প্রতিনিয়তই। এব্যাপারে মোবাইল ফোন তৈরির সংস্থাগুলোও পিছিয়ে নেই। এবার যেমন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Poco সম্প্রতি ভারতে তাদের ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে। Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাড হল Poco Pods। Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। Poco Pods-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি, ৬০ms লো-লেটেন্সি গেমিং মোড, একটি ৪৪০mAh ব্যাটারি এবং একটি IPX4 রেটিং সহ আধুনিক ফিচার।
Poco Pods-এর দাম –
ভারতের বাজারে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাড Poco Pods-র দাম ১,১৯৯ টাকা। এই ইয়ারবাডগুলি একচেটিয়াভাবে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ উপলব্ধ৷ আগ্রহী গ্রাহকরা Flipkart Axis Bank Card এবং PayTM Wallet-এর মাধ্যমে ছাড় পেতে পারেন।
Poco Pods-এর ফিচার –
Poco Pods ইয়ারবাড ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটির সঙ্গে তৈরি। Poco Pod-এ উচ্চ-মানের অডিও স্ট্রিমিংয়ের জন্য SBC কোডেক ফিচার যুক্ত করা হয়েছে। যা আরও ভাল সাউন্ড পারফরম্যান্স সরবরাহ করে। এই ডিভাইসটি Google ফাস্ট পেয়ারের সঙ্গে আসে এবং পেশাদার-স্তরের বেস ও ভাল সাউন্ডের জন্য ১২ মিমি ড্রাইভার অফার করে। এটিতে একটি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে।
আরও পড়ুন- অবিশ্বাস্য! বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি, রয়েছে ৩ হাজারেরও বেশি বই
আরও পড়ুন-সকাল থেকেই বিক্ষোভ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ! গেটে ঢুকতে বাঁধা পেয়ে যা করলেন কর্মচারীরা
Poco Pods-এ একটি IPX4 রেটিং রয়েছে, যা এটিকে স্প্ল্যাশ-প্রতিরোধী করে তোলে। এটিতে রয়েছে একটি ৩৪mAh ব্যাটারি, যা একটানা ৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়ার দেয়। অন্য দিকে, ৪৪০mAh চার্জিং কেস ৩০ ঘন্টা ব্যাকআপ পাওয়ার অফার করে৷ এর ফাস্ট চার্জিং টেকনোলজি মাত্র ১০ মিনিট চার্জে ৯০ মিনিটের মিউজিক প্লেব্যাকের অনুমতি দেয়।
গেমিং উৎসাহীদের জন্য POCO TWS ৬০ms লো-লেটেন্সি গেমিং অফার করে। এছাড়াও Poco Pods-এ টাচ কন্ট্রোল মিউজিক প্লেব্যাক, কল অ্যান্সারিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেশন (Siri বা Google Voice) সহজে পরিচালনা করা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Poco