শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৪ জন ভর্তি

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ৩০, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ


download 1 1

ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। এরমধ্যে ঢাকায় ৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন। তবে আজ কেউ মারা যায়নি।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬৫ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬২ হাজার ৩৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ১৯৪ এবং ঢাকার বাইরে ২৩ হাজার ১৪১ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬১ হাজার ৭০৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮৫৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৮৪৯ জন।

Print Friendly, PDF & Email



Source link

সর্বশেষ - বিনোদন