সোমবার (১১ জুলাই) দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত সোয়া ৯টা নাগাদ ঈদের দ্বিতীয় দিনে জবাই করা কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এছাড়াও ৯ জুলাই থেকে আজ রাত ৯টা পর্যন্ত ৩ হাজার ৫৫৯টি ট্রিপের মাধ্যমে মোট ১৪ হাজার ৭৫৩.৭৯ টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর ও অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।