#কলকাতা : দেওয়ালে হেঁটে বেড়ানো এই সরীসৃপ প্রাণীকে দেখে অনেকেই ভয় পান। অন্ধকার বাথরুমে দেখলে তো ভয়ে সংজ্ঞা হারানোর মত অবস্থা হয় অনেকের। কখনও দেওয়াল কখনও আসবাব সব জায়গায় দেখতে পাওয়া যায় এই জীবটিকে ৷ কিন্তু এই নিরীহ জীবটির উৎপাত বন্ধ করবেন কী করে, বুঝতে পারছেন না?
আসুন জেনে নিন টিকটিকির উৎপাত থেকে বাঁচার কিছু সহজ উপায় –
ডিমের খোসা – এক সমীক্ষায় জানা গিয়েছে, ডিমের খোসা রাখলে আর টিকটিকি ঘরে আসে না। তাই ঘরের যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি টিকটিকির উৎপাত সেখানে ডিমের খোসা রাখুন।
আরও পড়ুন – দাঁতে হলুদ ভাব ও দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চান? জেনে নিন কিছু ঘরোয়া উপায়
গোলমরিচের স্প্রে বা পেপার স্প্রে – পেপার স্প্রে বা গোল মরিচ স্প্রে টিকটিকি তাড়ানোর এক মোক্ষম ওষুধ। এই ধরণের স্প্রে বাড়িতেও বানাতে পারবেন । এক বোতল জলে, গোল মরিচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে। টিকটিকির গায়ে এই মিশ্রণ স্প্রে করে দিলেই, ব্যাস! আর কোনও দিন সামনে আসবে না এই সরীসৃপ।
আরও পড়ুন – এক কাপ চা বা কফি ছাড়া চলে না? অজান্তেই ক্ষতি করছেন নিজের শরীরের
ন্যাপথলিন – টিকটিকি তাড়াতে ন্যাপথলিন অত্যন্ত কাজে লাগে। বাড়ির শিশুদের নাগালের বাইরে, বাড়ির এক কোনে ন্যাপথলিন লুকিয়ে রাখতে হবে। আলমারির উপরেও রাখা যেতে পারে। তবে এমন জায়গায় রাখতে হবে, যাতে টিকটিকি এর সংস্পর্শে আসে। ন্যাপথলিনের গন্ধ পেলে টিকটিকি আর কখনও ওই ঘরে উৎপাত করতে আসবে না।
ময়ূরের পালক – জানা গিয়েছে ঘরের দেওয়ালে ময়ূরের পালক রাখলে টিকটিকির উৎপাত কমে। তাই ঘরের দেওয়ালে একটা সুন্দর ময়ূরের পালক রাখা যেতেই পারে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle, Lifestyle tips