স্পেশাল করেসপন্ডেন্ট
সংসদ ভবন থেকে: বাংলাদেশে বর্তমানে লাইসেন্সধারী ইন্টারনেট সরবরাহকারীর সংখ্যা ২ হাজার ৬৫০টি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর এক লিখিত প্রশ্নের উত্তরে পলক এ কথা জনান। এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশে বর্তমানে লাইসেন্সধারী ইন্টারনেট সরবরাহকারীর সংখ্যা ২ হাজার ৬৫০টি। সারাদেশে ইন্টারনেট সেবা দ্রুত বিস্তার ও গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো হলো- বিটিআরসি হতে ন্যাশনওয়াইড, বিভাগীয়, জেলা ও থানা/ উপজেলাভিত্তিক এই চার ধরনের আইএসপি লাইসেন্স দেওয়া হয়েছে। ফলে দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালের ১১ নভেম্বর বিটিআরসি থেকে জারি করা ANS Operator’s Quality of Service Regulation এর বিধি মোতাবেক সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইএসপি অপারেটররা বর্ণিত রেগুলেশন অনুযায়ী সেবা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একই এলাকায় একাধিক আইএসপি প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। ফলে ইন্টারনেট সেবাপ্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হওয়ায় আইএসপি অপারেটররা সেবার মান বাড়ানোর চেষ্টা করছে। এতে গ্রাহকরা পছন্দানুযায়ী আইএসপি থেকে সেবা নিতে পারছেন।’
পলক বলেন, ‘আইএসপি গাইডলাইনের বিধান অনুযায়ী সব আইএসপি অপারেটরকে আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে সব জেলায় পিওপি স্থাপনের জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম