শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের ৪ নেতাকর্মী কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২১, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানার কালিয়াকুরির অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ(২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাহেব এর ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)। এদের মধ্যে মিজানুর ব্যতিত বাকিরা নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।পাশাপাশি নরসিংদী শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। গত ২৯ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, রোববার মামলার শুনানি হবে।

রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতাকারীদের বিরদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।



Source link

সর্বশেষ - খেলাধুলা