মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সেবার আমূল পরিবর্তন করলেন কর্মকর্তা এ. কে. এম. আবু সাঈদ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও নকল সিগারেট জব্দ Sherlyn Chopra Reveals She’s Getting Breast Implants Removed: ‘To Bring Back Stamina Into My Life’ | Bollywood News কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় Ian Botham slams England’s lack of preparation before Ashes; batting coach Marcus Trescothick calls it ‘way of the modern game’ | Cricket News Dharmendra Health Update: Esha Deol’s Former Husband Bharat Takhtani Reaches Breach Candy Hospital | Bollywood News জবি ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১২ Chess World Cup: ‘Where are the bedbugs?’ Dutch No. 1 Anish Giri lashes out at criticism around playing conditions in Goa | Chess News মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা – Corporate Sangbad

নিলামে কেনা বাইক এর রেজিস্ট্রেশনবিষয়ক পদ্ধতি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
নিলামে কেনা বাইক এর রেজিস্ট্রেশনবিষয়ক পদ্ধতি!


নিলামে কেনা বাইক এর রেজিস্ট্রেশনবিষয়ক পদ্ধতি!

অনেকেই জানতে চেয়েছেন নিলামে কিনলে বাইক রেজিস্ট্রেশন করা যায় কিনা ? করলে কত সিসির বাইক রেজিস্ট্রেশন করা যায় এইসব । প্রশ্নের উত্তর আপনাদের বিস্তারিত জানাতে আমি কথা বলেছি গাজীপুর বিআরটিএর একজন সহকারী পরিচালকের সঙ্গে যাতে সঠিক তথ্যটি আমি জানাতে পারি । সেগুলোর সারসংক্ষেপ লিখলাম ।

নিলামের প্রকারভেদঃ

১) স্থলবন্দর বা সমুদ্রবন্দর বা নদীবন্দরে বন্দর কতৃপক্ষের করা নিলামঃ

সাধারনত বন্দরে আমদানীকৃত মটরসাইকেল/গাড়ি শুল্ক সংক্রান্ত ঝামেলার ব্যাপারে আটকা পড়লে বন্দরের কতৃপক্ষ এইসব গাড়ি নিস্পত্তির জন্য নিলামে তুলেন । এইসব গাড়ি কিনলে যেহেতেু আমি নিজেই প্রথম মালিক হচ্ছেন তাই বিআরটিএ তে এগুলো রেজিস্ট্রেশন করা যাবে ।

২) আদালত এর আদেশ বাস্তবায়নের জন্য যে থানায়/আদালত প্রাঙ্গনে যে নিলামঃ

এইসব নিলামে বিভিন্ন মামলায় আটক গাড়ি (যেমন চোরাই/মাদক পাচারের কাজে ব্যবহৃত ইত্যাদি)আদালতের আদেশে বিক্রি হয় । এইসব নিলামে ক্রয়কৃত গাড়ির যেহেতু আপনি প্রথম মালিক নন তাই বি আর টি এ থেকে এই সব গাড়ি রেজিস্ট্রেশন করা হয় না ।তবে আদালত যদি আপনার নামে রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ কে আদেশ প্রদান করে তবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ।

এখানে উল্লেখ্য যে, ব্যক্তিমালিকানায় ১৫০সিসির বেশি কোন মোটরসাইকেল বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয় না । যেসব নিলামের গাড়ির রেজিস্ট্রেশন হয় না তারা নিলামের কাগজপত্র সাথে নিয়ে গাড়ি চালাতে পারবেন ।

পুলিশ বা কাস্টমস্ কর্তৃক জব্দকৃত গাড়ি আদালতের নির্দেশে আয়োজিত নিলামের মাধ্যমে যে কেউ ক্রয় করতে পারেন। কিন্তু নিলামের মাধ্যমে গাড়ি ক্রয় করার পর কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেটা জানতেন না করিম সাহেব । করিম সাহেব নিলামের মাধ্যমে সর্বোচ্চ দর দাতা হিসেবে সরকারী কোষাগারে টাকা জমা প্রদান করে একটি বাজাজ পালচার ১৫০ সিসি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটি করিম সাহেব কিছুদিন ব্যবহার করে নিকট বিক্রয় করতে গেলে পড়েন বিপত্তিতে। গাড়ীর রেজিস্ট্রেশনের কোন কাগজপত্র না থাকায় এ বিপত্তি ঘটে । করিম সাহেব নিলামের গাড়ী কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে প্রক্রিয়ার বিষয়ে অবগত ছিলেন না। পাঠক, আপনি নিজেও এমন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই জেনে নিন নিলামে ক্রয়কৃত গাড়ির রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সমূহ।

নিলাম(অকশন) এ কেনা বাইক রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় কাগজপত্রঃ

যে কোন অকশন(থানা, কাস্টমস)

১। পেপার কাটিং (Paper Cutting)

২। সি.এস. কপি/ তুলনামূলক বিবরণী (C.S. Copy)

৩। সর্বোচ্চ দরপত্র গ্রহণ।

৪। বিক্রয় আদেশ।

৫। বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণ।

৬। টাকা জমার রশিদ সমূহ।

৭। কাস্টমস অফিসারের মন্তব্য।

৮। কাস্টমস অফিসারের ছাড়পত্র।

৯। কাস্টমস ডেলিভারী অর্ডার।

১০। কাস্টমস ডেলিভারী মেমো।

১১। কাস্টমস ডেলিভারী ইনভয়েস।

১২। নিলাম ক্রেতার অঙ্গিকারনামা।

১৩। বিক্রেতার ১৫০ টাকার এফিডেভিট।

১৪। ক্রেতার ১৫০ টাকার এফিডেভিট।

১৬। টি.ও , টি.টি.ও , বিক্রয় রশিদ।

১৭। ক্রেতার টি.আই.এন. সার্টিফিকেট।

১৮। মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটি সরেজমিনে পরিদর্শন।

১৯। এইচ ফরম পূরণ।

২০। পরিচালক(ইঞ্জিঃ) বিআরটিএ এর অনুমোদন।

২১। টাকা জমার রশিদ সমূহ।

এরপর রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সাধারণ বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মতই।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর