শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

নেদারল্যান্ডসে স্বাস্থ্যবিধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলি

প্রতিবেদক
bdnewstimes
নভেম্বর ২০, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসে এ দাঙ্গায় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছে। দেশটির সরকার করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ জারি করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে এই গুলি চালায় পুলিশ। খবর বিবিসি।

এ সময় পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ও আতশবাজি নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এছাড়াও পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেন তারা। করোনার ভ্যাকসিন পাসের জন্য সরকারি পরিকল্পনা এবং ইংরেজি নতুন বছরের আগে আতশবাজি নিষিদ্ধ করার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিল।

সহিংসতার ফলে রটারডাম শহরে জরুরি অবস্থা জারি করা হয় এবং এর প্রধান স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। শহরের মেয়র এ ঘটনাকে ‘সহিংসতার বেলেল্লাপনা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাতের এ ঘটনায় সাতজন আহত হয়েছে। এছাড়া ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের আংশিক লকডাউন আরোপ করেছে নেদারল্যান্ডসের সরকার।

সারাবাংলা/এনএস





Source link

সর্বশেষ - বিনোদন