Advertise here
রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

পশ্চিমবঙ্গের আদালতে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – Corporate Sangbad

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১৩, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ


অনলাইন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত। অগ্রিম টাকা নিয়ে গানের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বাংলাদেশের কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গত বুধবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ১৪ বছর আগের এ মামলায় মমতাজ বেগমের বিরুদ্ধে চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

১৪ বছর আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন কণ্ঠশিল্পী মমতাজ। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার শক্তিশঙ্কর বাগচী নামে এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে গায়িকার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করেছিলেন উদ্যোক্তারা। ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিযোগ, টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির হননি গায়িকা। যার ফলে শ্রোতারা বিক্ষোভের জেরে অনুষ্ঠানস্থলে ভাঙচুর করেন। চরম হেনস্তার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচীকে। এ ঘটনার পরে মমতাজ টাকা ফেরত দিতেও অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে। এরপর চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন শক্তিশঙ্কর। কিন্তু, থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচী।

মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক ধারায় মামলা করেন। সেই সূত্রে ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপর নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন গায়িকা। পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচী। ২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট। তবে, মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনবার আগাম জামিন পেয়েছেন গায়িকা। সর্বশেষ গত ৯ আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা। গায়িকার পক্ষ থেকে জানানো হয়, তিনি এই মুহূর্তে কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন। তাই, আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এ অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বাদী শক্তিশঙ্কর বাগচী বলেন, ‘আসামি বাংলাদেশের যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আমার চুক্তি হয়েছিল। বিনিময়ে তিনি ১৪ লাখ রুপি নিয়েছিলেন আমার থেকে। এরপর তিনি শো করেননি, যার জন্য আমাকে বড়সড় আর্থিক ক্ষতি ছাড়াও হেনস্তার মুখে পড়তে হয়েছিল। আমি এই ঘটনার পর বারবার ঢাকায় যাই। তাকে অনুরোধ করি, আমার অনুষ্ঠান করে দেওয়ার জন্য। তাকে আমি বহুবার ফোন করেছি। ফোন কলের ডিটেলস আমি আদালতে পেশ করেছি। এরপর আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছিল। কিন্তু, তিনি আমাকে চেনেন না বলে সম্পূর্ণ অস্বীকার করেন। তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তিনি মামলায় সহযোগিতা করবেন বলে আগাম জামিন নেন। কিন্তু, তিনি কোনো সহযোগিতা করছেন না। তিনি কলকাতায় আসেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের অনুষ্ঠান করেন। আমার অনুষ্ঠান করতে তার সময় হয় না। যেহেতু তিনি প্রভাবশালী, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না।’

সূত্র-এনটিভি।

আরও পড়ুন:

‘হুব্বা’র টিজারেই ‘গ্যাংস্টার’ রূপে বাজিমাত মোশাররফ করিমের

রানির ব্যক্তিগত কষ্টের কথা জানলেন ভক্তরা



Source link

বিডিনিউজে সর্বশেষ

ILT20: Desert Vipers beat Gulf Giants by six wickets for second consecutive win in season 3 | Cricket News
ILT20: Desert Vipers beat Gulf Giants by six wickets for second consecutive win in season 3 | Cricket News
Jimmy Kimmel Breaks Down In Tears Reacting To LA Wildfires: ‘We Don’t Even Know If It’s Over’
Jimmy Kimmel Breaks Down In Tears Reacting To LA Wildfires: ‘We Don’t Even Know If It’s Over’
শীত কাটলেই বিপদের খাঁড়া!২০২৫-এ চরম গরম,ঝলসে যাবেন,আবহাওয়ার বিরাট সতর্কবার্তা
শীত কাটলেই বিপদের খাঁড়া!২০২৫-এ চরম গরম,ঝলসে যাবেন,আবহাওয়ার বিরাট সতর্কবার্তা
Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে|
Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে|

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here