হোটেল ভেরা প্ল্যায়া ক্লাব, স্পেন
এই হোটেলটি অবস্থিত ন্যুডিস্ট সম্প্রদায়ের মানুষের বাসস্থানের এলাকার মধ্যে। এখানে একটি গোটা এলাকা রয়েছে, যেখানে রেস্তরাঁ, দোকান, বার, এমনকী বসতবাড়ি রয়েছে, সকলেই এই অংশে থাকেন। সারা বছর এই হোটেলের চারিদিকে থাকে রোদ ঝলমলে পরিবেশ। (ছবি: বুকিং ডটকম)