জবি প্রতিনিধ :
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান ২০২৪–এর চিত্র প্রদর্শনীতে শহীদ ওয়াশিম আকরাম এবং শহীদ সাজিদের ছবি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত
ছাত্রদল নেতা মো. কাজী জিয়া উদ্দিন বাসিত এক লিখিত আবেদনপত্রে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ব্যবস্থাপনা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনপত্রে তিনি বলেন, “আপনাদের আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-এর চিত্র প্রদর্শনীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে আমি অতিথি হিসেবে প্রদর্শনীতে গিয়ে খুঁজেও চট্টগ্রামের বীর শহীদ ওয়াশিম আকরাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের কোনো ছবি খুঁজে পাইনি, যা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও উল্লেখ করেন, এই দুই শহীদের অবদান গণঅভ্যুত্থানের সাফল্যে অপরিসীম এবং জাতি তাদের ত্যাগ কোনোভাবেই ভুলে যেতে পারে না। তাই তিনি অনুরোধ করেন, এই দুই শহীদের ছবি যেন প্রদর্শনীতে যুক্ত করা হয়, যাতে তাদের আত্মত্যাগ স্মরণে রাখা যায়।
চিঠির শেষে তিনি বলেন, “শহীদ ওয়াশিম ও সাজিদ আমাদের স্বৈরতন্ত্র থেকে মুক্তি এনে দিয়েছেন তাদের প্রাণ উৎসর্গ করে। তাদের ছবি প্রদর্শনীতে স্থান পাওয়া উচিত।”