আই ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে WhatsApp > Settings > Chats > Chat Backup, এই ভাবে একের পর পর এক অপশনে গিয়ে এটিকে অন করতে হবে। যদি দেখেন, আপনার এই অপশনটি চালু করা আছে, তাহলে বুঝবেন, আপনার চ্যাটের ব্যাক আপ রয়েছে। সেখানে গিয়ে আপনি দেখুন কতদিন পর্যন্ত ব্যাক আপ নেওয়া রয়েছে। সেটি দেখে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করুন, দেখতে পাবেন আপনার ডিলিট হয়ে যাওয়া চ্যাটও।