বড়সড় প্রযুক্তিগত বদল আনতে চলেছে জি-মেল (Gmail)। সংস্থা সূত্রে খবর, মেলের ডিজাইনে আসবে বড় বদল। গুগলের নতুন পরিকল্পনায় তৈরি হতে চলেছে একটি ওয়ার্কপ্লেস। সেখানে গুগল চ্যাট, মিট, সব কিছুই থাকবে জি মেলের (Gmail) অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের একটি ইন্টিগ্রেটেড ভিউ পাবেন ব্যবহারকারীরা। ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এই বদল আসতে চলেছে।