বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
বশেমুরবিপ্রবি: দাবি-দাওয়া মেনে না নেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শিক্ষক সমিতির এই ঘোষণায় রোববার (২ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর শিক্ষক সমিতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে, ২৯ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট দাবিসমূহ মেনে না নেয়, তবে ১ অক্টোবর থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে।
শিক্ষক সমিতিকে এখনও অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। এ অবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ১ অক্টোবর থেকে বশেমুরবিপ্রবির সব শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়।
সারাবাংলা/এমও