শনিবার , ১৮ ডিসেম্বর ২০২১ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

বিজয় দিবসে জামালপুরের মেলান্দহে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ১৮, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ

সাকিব আল হাসান নাহিদ , জামালপুর

‘তুচ্ছ নয় রক্তদান, “বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুরের মেলান্দহে ফেইসবুক গ্রুপ হৃদয়ে ৫নং চর এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রায় তিনশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উপজেলার ৫নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধুপুর, কান্দাপাড়া, চর বসন্ত, চরপলিশার নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

গ্রপের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মোঃ মনিরুজ্জামান নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা জাকিরুল ইসলাম, আহসান হাবীব শিশির, শফিকুল ইসলাম ও মাহবুবুর রহমান। এডমিন প্যানেল এর সাব্বির, নাঈম, ফজলুল, ইমরান হোসেন বিপুল, ফরহাদ, প্রার্থনা, রহুল আমিন, শাকিল ও ৫নংচর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এতে আর্থিকভাবে সহযোগিতা করেন গ্রুপের উপদেষ্টা মন্ডলী এবং আমাদের সেচ্ছায় সহযোগিতা করেন ‘সেচ্ছায় রক্তদানে জামালপুর’ সংগঠনটি এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং এই গ্রুপের এডমিন প্যানেল থেকে সংগ্রহ করতে পারবো।

গ্রপের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান নিলয় বলেন,
অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় দিবসে হোক ভাল কাজের সূচনা। দেশ প্রেম হোক উজ্জীবিত। এটাই স্বেচ্ছাসেবকদের চাওয়া।

সর্বশেষ - বিনোদন