আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের কটাক্ষ করেছেন সুইডেনের পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবারি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতিকে ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেছেন তিনি।
ইতালির মিলানে আয়োজিত ইয়্যথ ফর ক্লাইমেট সমাবেশে গ্রেটা এ কথা বলেন।
গ্রেটা বলেন, বিগত ৩০ বছরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেওয়া সব পদক্ষেপই ব্যর্থ হয়েছে। যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাও পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কপ-২৬ জলবায়ু সম্মেলনের আগে ইতালির মিলানে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই দুই দিন ব্যাপী ইয়্যথ ফর ক্লাইমেট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মা। তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সভাপতিত্ব করবেন।
সারাবাংলা/একেএম