ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয় পেয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মো. মিজানুর রহমান।
নির্বাচনে ২৩৬ ভোট পেয়েছেন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. আব্দুল হাসিব চৌধুরী পেয়েছেন ১৩০ ভোট। শুধু সভাপতি পদে নয় সাধারণ সম্পাদক পদেও এসেছে বড় জয়।
দু’জনই মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে বিজয়ী ড. এ কে এম মঞ্জুর মোর্শেদ পেয়েছেন ২৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এ টি এম হাসান জোবায়ের পেয়েছেন ১৩২ ভোট।
সোমবার (২০ ডিসেম্বর) সমিতির বিভিন্ন পদে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রাকিব আহসান।
নির্বাচনে সহ-সভাপতি পদে ২১০ ভোট পেয়ে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মাদী, কোষাধ্যক্ষ পদে ২০২ ভোট পেয়ে পুরকৌশল বিভাগের ড. রুপক মুৎসুদ্দী, যুগ্ম-সম্পাদক পদে ২১৬ ভোট পেয়ে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান এবং আপ্যায়ন সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন কম্পিউটার কৌশল বিভাগের মো. রায়হান রাশেদ।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষক নায়না তাবাচ্ছুম।
এছাড়া ৬টি সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, কম্পিউটার কৌশল বিভাগে অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, গণিত বিভাগ অধ্যাপক ড. নাসরীন আক্তার, অধ্যাপক ড. সালমা পারভিন, আই পি ই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার।
সারাবাংলা/আরআইআর/আইই/এনইউ