বেরোবি করেসপন্ডেন্ট
রংপুর: মহামারি করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বন্ধ থাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সেশনজট তৈরি হয়েছে। জট নিরসনে ২০২১-২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দফতরের সহকারী পরিচালক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯-৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড যথারীতি চলবে।
সারাবাংলা/একেএম