ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৯ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের ১ জন মারা গেছেন।
মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জনসহ এখন পর্যন্ত ৩২৮ জন ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন। গতকাল সোমবার সুস্থ হয়ে ৫৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এ ছাড়া গতকাল ১১৪ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে এবং ১৬ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।