Advertise here
বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মুন্নু সিরামিকস এর পণ্য কেনা যাবে স্টাইজেন এ

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২২, ২০২২ ১:০২ পূর্বাহ্ণ

সম্প্রতি গিফট ই-কমার্স প্রতিষ্ঠান স্টাইজেন এবং মুন্নু সিরামিকস এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুন্নু সিরামিকস এর বনানী আউটলেটে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্নু সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম ও স্টাইজেন.গিফট এর পরিচালক সদরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় মুন্নু সিরামিকস এর হেড অব ব্র্যান্ড, কর্পোরেট সেলস এন্ড রিটেইল অপারেশন খন্দকার ফয়েজ আহমেদ এবং স্টাইজেন.গিফট এর ম্যানেজার মনোয়ার হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন.গিফট এ এখন থেকে মুন্নু সিরামিকস এর পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। মুন্নু সিরামিকস এর পণ্য কিনতে ভিজিট করতে হবে https://stygen.gift ওয়েবসাইটে।

স্টাইজেন.গিফট এর পরিচালক সদরুল হাসান বলেন, স্টাইজেন হবে একটি আন্তর্জাতিক গিফট প্ল্যাটফরম যেখানে প্রবাসী বাঙালীরা এবং বাংলাদেশ এর যেকোনো মানুষ স্টাইজেন থেকে উপহার কিনে তার প্রিয়জনকে গিফট পাঠাতে পারবে বাংলাদেশ এর যেকোনো প্রান্তে । আমরা চাই মানুষের জীবনের প্প্রতিটি বিশেষ মুহূর্ত উদযাপন করুক প্রিয়জন কে উপহার দিয়ে।

উল্লেখ্য, স্টাইজেনে রয়েছে জন্মদিন, বার্ষিকী, বন্ধুত্ব দিবস, মা দিবস, বাবা দিবস, ঈদ, বড়দিন এবং পূজা তে উপহার দেয়ার মতো বিভিন্ন ধরনের উপহার সামগ্রীর সমাহার। আর এছাড়াও স্টাইজেনে রয়েছে নিজের মত প্রিয়জন এর নাম দিয়ে গিফট তৈরি করে নেয়ার সুবিধা। প্রিয়জন কে উপহার দেওয়া যাবে www.stygen.gift থেকে।



Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here