রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২৯, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) বিকেলে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির এক বৈঠক শেষে নতুন আমিরের নাম ঘোষণা করা হয়।

রোববার (২৯ আগস্ট) বিকেল পাঁচটার দিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর খিলগাঁও মাদরাসায় খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে।’

মীর ইদ্রিস বলেন, ‘বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা এবং কওমি মাদরাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, মিযানুর রহমান চৌধুরী, সাজেদুর রহমান, মুহিউদ্দীন রব্বানী, মুহিব্বুল হক গাছবাড়ী ও আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। ওইদিন রাতেই মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। সেই হিসেবে ১০ দিন পরই ভারমুক্ত হলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্পর্কে সদ্য প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। তিনি হেফাজতের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি ১৯৩৪ সালে ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক। তিনি ইসলামী ঐক্যজোট, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া-লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

সর্বশেষ - খেলাধুলা