1/ 5
দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ৷ এই অবস্থায় কোথাও বেড়াতে যাওয়ার কথা কেউই হয়তো ভাবছেন না ৷ তবে ভারতের মতো করোনার এতটা খারাপ পরিস্থিতি কিন্তু এখন অন্য খুব বেশি দেশে নেই ৷ তাই বিদেশে বেড়ানোর কথা অনেকেই ভাবতে পারেন ৷ কিন্তু যাবেনই বা কী করে ৷ কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ ৷ ‘এয়ার-বাবল’ চুক্তিতে যে সব দেশের সঙ্গে এখনও বিমান চলাচল হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই বিমান সংস্থাই আবার এখন বেশ কিছুদিনের জন্য তাদের ভারতের ফ্লাইট বন্ধ রেখেছে ৷ তার চেয়েও বড় সমস্যা হল ভিসা সমস্যা ৷ ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য এখনও অধিকাংশ দেশই ট্যুরিজম ক্ষেত্রে বন্ধ ৷ তবে এর মধ্যেও বেশ কিছু দেশ রয়েছে, যেগুলি এই অতিমারিতেও ভারতীয় পর্যটকদের ঢোকার অনুমতি দিচ্ছে ৷ দেখে নিন সেই দেশগুলির তালিকা ৷
2/ 5
দক্ষিণ আফ্রিকা- ভারতীয় পর্যটকদের জন্য এ দেশে সেভাবে কোনওরকম ট্রাভেল বিধিনিষেধ নেই ৷ তবে সমস্যা হল ফ্লাইট ৷ দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর জন্য বিমানের সংখ্যা ভারত থেকে অনেকই কম ৷ দক্ষিণ আফ্রিকায় এখন লেভেল ১ কার্ফু চলছে ৷ তাই ট্রাভেলের বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ থাকাটাই স্বাভাবিক ৷
3/ 5
রাশিয়া- ভারতীয় পর্যটকদের এখন ভিসা দিচ্ছে, এমন হাতেগোনা দেশগুলির মধ্যে রাশিয়া অন্যতম ৷ তবে ফ্লাইট অপারেশন অত্যন্ত কম ৷ তাই রাশিয়ায় যাওয়াটা এখন বেশ কঠিন ৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দিল্লি-মস্কো সরাসরি ফ্লাইট না পেলেও অন্য কোনও দেশ হয়ে পর্যটকরা রাশিয়া পৌঁছতেই পারেন ৷
4/ 5
মিশর- ভারতীয় পর্যটকদের জন্য এখন খোলা রয়েছে মিশর ৷ তবে ওই দেশে পৌঁছলেই বিমানবন্দরের অ্যারাইভালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে ৷ যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে সেই যাত্রীকে দেশে ফিরে যেতে বলা হতে পারে ৷ নাহলে মিশরেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে ৷
5/ 5
তুরস্ক- ভারতীয় পর্যটকদের জন্য খোলা রয়েছে তুরস্কও ৷ তবে সেদেশে নামার সঙ্গে সঙ্গেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷ এরপর ১৪ তম দিনে ওই পর্যটককে আরটিপিসিআর টেস্ট করিয়ে তার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে ৷ তারপরেই তাঁকে বাইরে বেরনোর অনুমতি দেওয়া হবে ৷