রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে রুশ ও ইউক্রেনের খনিজ দিতে প্রস্তুত পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রকে দুর্লভ খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার মধ্যে রাশিয়া অধিভুক্ত ইউক্রেনের অঞ্চলগুলোর সম্পদও অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার নতুন অঞ্চলগুলিতে যা মূলত পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত এলাকা, যৌথ খনন প্রকল্পে মার্কিন অংশীদারদের সম্পৃক্ত করার বিষয়ে তিনি উন্মুক্ত।

পুতিন বলেন, এই খনিজ খাতের সহযোগিতা শুধু ইউক্রেন নিয়েই সীমাবদ্ধ নয়। রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যালুমিনিয়াম উত্তোলন ও সরবরাহে কাজ করতে পারে, যা বিশ্ববাজারে স্থিতিশীলতা আনতে পারে। তিনি আরও বলেন, রাশিয়ার খনিজ সম্পদের পরিমাণ ইউক্রেনের তুলনায় অনেক বেশি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিনের এই প্রস্তাব ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের দুর্লভ খনিজের চাহিদা রয়েছে এবং রাশিয়ার প্রচুর মজুদ আছে।

এদিকে, ইউক্রেনের উপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ছে দেশটির খনিজ সম্পদের প্রবেশাধিকার চুক্তি চূড়ান্ত করার জন্য। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রায় ৫০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং এর বিনিময়ে খনিজ সম্পদের প্রবেশাধিকার যুক্তরাষ্ট্র চায়।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিমাণ নিয়ে দ্বিমত পোষণ করেছেন এবং যেকোনো চুক্তির সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনের সঙ্গে একটি খনিজ অংশীদারিত্ব চুক্তির প্রস্তাব দিয়েছে, যা ইউরোপীয় কমিশনের শিল্প কৌশল কমিশনার স্তেফান সেজুরনে উভয়ের জন্য লাভজনক বলে বর্ণনা করেছেন।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই প্রস্তাব পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার কৌশলগত বার্তা। রাশিয়া বরাবরই তার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে গর্ব করে এসেছে। অথচ এখন যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদের প্রস্তাব দেওয়া এক নতুন কৌশলগত মোড়।

সারাবাংলা/এনজে

ইউক্রেন
খনিজ
পুতিন
যুক্তরাষ্ট্র
রাশিয়া





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর