আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ১৩:৫৯
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে গত বছরের শেষের দিকে ঘোষিত যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) মুখপাত্র থামিন আল-খেতান বলেন, বেসামরিক নাগরিক নিহত হয়েছে এমন প্রতিটি সামরিক অভিযান নিয়ে তদন্ত হওয়া উচিত। তিনি ইসরায়েলি হামলায় বেসামরিক অবকাঠামোর ওপর আঘাতের বিষয়েও উদ্বেগ জানান।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জাতিসংঘ জানায়, লেবানন থেকে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচটি রকেট, দুটি মর্টার এবং একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া হয়েছে। এতে ইসরায়েলের হাজার হাজার মানুষ উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
থামিন আল-খেতান বলেন, ‘যুদ্ধবিরতি অটুট থাকতে হবে। যেকোনো রকম উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।’
এদিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের আইতারুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং একজন শিশু-সহ তিনজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় হিজবুল্লাহর বিশেষ অভিযান ইউনিটের এক স্কোয়াড কমান্ডার নিহত হয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল লেবাননে, এমনকি রাজধানী বৈরুতেও, হামলা অব্যাহত রেখেছে। গত বছরের ২৭ নভেম্বর সংঘর্ষ বন্ধে যে সমঝোতা হয়েছিল, তাতে হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার এবং সামরিক স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
লেবাননের সেনাবাহিনী বর্তমানে সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে এবং ইসরায়েলি বাহিনীর পাঁচটি কৌশলগত অবস্থান এখনো দখলে রয়েছে বলে জানিয়েছে তেলআবিব।
সারাবাংলা/এনজে
ইসরায়েল
জাতিসংঘ
নিহত
লেবানন
হামলা