আন্তর্জাতিক ডেস্ক
রমজান মাস সামনে রেখে ইয়েমেনে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার জোটের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।
জোটের এক বিবৃতিতে বলা হয়, গালফ করপোরেশন কাউন্সিলের মহাসচিবের অনুরোধ এবং ইয়েমেনে সংকটের অবসানের জন্য একটি ব্যাপক এবং টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টার স্বার্থে সাময়িক অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোটটি আরও জানিয়েছে যে, তারা অস্ত্রবিরতি সফল করতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য রমজান মাসে উপযুক্ত পরিস্থিতি এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে সমস্ত পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য যে, এর আগে জাতিসংঘের তরফ থেকেও রমজানে অস্ত্রবিরতির আবেদন জানানো হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে সৌদি আরবে রমজান মাস শুরু হচ্ছে।
এর আগে ২০১৪ সালে দুর্নীতি দমনের কথা বলে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকারকে উৎখাত করে ও রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে দেশটির অধিকাংশ স্থান হুতিদের দখলে। পরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেন সরকারের পক্ষে এক যৌথ অভিযান শুরু করে। ৭ বছরেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুরোপুরি দমন করতে পারেনি সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট।
জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধের ফলে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে যা প্রায় ২০ মিলিয়ন বা দুই কোটি মানুষকে কোনো না কোনো মানবিক সহায়তা বা সুরক্ষার চাহিদার মধ্যে ঠেলে দিয়েছে।
সারাবাংলা/আইই