গরমকালে বাইরে বেরোনো মানেই তো ছাতা আর রোদচশমা মাস্ট! রোদচশমা বা সানগ্লাস চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা তো করেই। সেই সঙ্গে এটা স্টাইলিংয়ের অংশও হয়ে উঠেছে। তবে রোদচশমা ব্যবহার করতে করতে তার উপর স্ক্র্যাচ পড়ে যেতে শুরু করে। শুধু রোদচশমাতেই নয়, নিয়মিত ব্যবহারের ফলে চশমার কাচেও স্ক্র্যাচ পড়ে যায়। এমনকী অনেক সময় তা পরিষ্কার করার সময়ও এটা ঘটতে থাকে।