Last Updated:
হাওড়া: নিষিদ্ধ মাদক পাচার করতে গিয়ে পুলিশেক জালে ধরা পড়ল পাচারকারী। জানা গিয়েছে ধৃতের নাম প্রশান্ত কুমার সাউ। আদতে ওড়িশার বাসিন্দা। শালিমার স্টেশনেই নিষিদ্ধ মাদক-সহ হাতেনাতে পাকড়াও পাচারকারী।
রেল সূত্রের খবর, ওড়িশার বেহরমপুরের বাসিন্দা প্রশান্ত কুমার সাউ ডাউন করমন্ডল এক্সপ্রেসে চেপে হাওড়া আসছিলেন ওই অভিযুক্ত পাচারকারী। অন্য দিকে, জিআরপি গোপন সূত্রে খবর পেয়েছিল, ওই ট্রেনেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপ্রেস ট্রেনটি শালিমার স্টেশন পৌঁছোতেই অভিযান চালায় জিআরপি।
আরও পড়ুন: ‘ভীষণ কষ্ট হচ্ছে…’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের
জিআরপি থেকে আরও জানান হয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২২ কেজি। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে নিষিদ্ধ মাদক বহনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওড়িশার যুবক প্রশান্ত কুমার সাউকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতার শিয়ালদহ এলাকায় এক ব্যক্তির কাছে ২২ কেজি গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল প্রশান্তের।
Kolkata,West Bengal
February 02, 2025 9:47 PM IST
Next Article
Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় কালনার ক্লাবে তৈরি হয়েছে রত্নের প্রতিমা!