টক ভালবাসেন? নাকি ওজন কমানোর জন্য পাতিলেবু খান? তাই যখন তখন যে কোনও খাবারের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ফেলছেন? কিন্তু জানেন কি পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড একাধিক খাদ্যবস্তুর সঙ্গে মিশে শরীরের ক্ষতি করতে পারে। কোন কোন খাবারের সঙ্গে একদম মেশাবেন না, জানুন।