কলকাতা: সিম ভেরিফিকেশনের জন্য বৃহস্পতিবার নতুন নিয়মাবলী ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ নতুন এই নিয়মাবলী অনুযায়ী, বাল্ক কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে৷ এখন থেকে নতুন সিম কার্ড বিক্রি করতে গেলে বিক্রেতাদেরও ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ মূলত সাইবার অপরাধ আটকানোর উদ্দেশ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভুয়ো পদ্ধতি ব্যবহার করে নেওয়া প্রায় ৫২ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করে দেওয়া হয়েছে৷ নিয়ম বহির্ভূত ভাবে ভুয়ো পদ্ধতির সাহায্যে মোবাইল সংযোগ দেওয়ার অভিযোগে ৬৭ হাজার সিম বিক্রেতাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে৷
এক নজরে দেখে নেওয়া যাক সিম ভেরিফিকেশনের নতুন নিয়ম কী কী?
নতুন নিয়মে, প্রত্যেক সিম কার্ড বিক্রেতাকেই নিজেদের পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে৷ সিম কার্ড িডলারদের ভেরিফিকেশনের দায়িত্ব নিতে হবে টেলিকম সংস্থাগুলিকেই৷ এই নিয়ম না মানলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷
সিম কার্ড বিক্রেতাদের নিজেদের নাম নথিভুক্ত জন্য ১২ মাস সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পদ্ধতিতে যে কোনও বিক্রেতাকে দ্রুত চিহ্নিতকরণ, ব্ল্যাকলিস্ট করা সহজ হবে৷
নতুন সিম কার্ড বিক্রি করার সময় এবার থেকে আধার কার্ডের প্রিন্টেড কপির উপরে থাকা কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে৷ চালু নম্বরের জন্য নতুন সিম নিতে গেলেও একই নিয়ম মানতে হবে৷
এবার থেকে আর বাল্ক কানেকশনও দিতে পারবে না কোনও টেলিকম সংস্থা৷ তার বদলে বিজনেস কানেকশন চালু করা হচ্ছে৷ এই ব্যবস্থায় শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য নয়, ওই সংস্থার যে কর্মী বা প্রতিনিধিরা সিমগুলি ব্যবহার করবেন, তাঁদের প্রত্যেকের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে৷
নতুন নিয়মে একজন ব্যক্তি অবশ্য পরিচয় যাচাই করিয়ে সর্বাধিক ৯টি সিম কার্ড নিতে পারেন৷
কোনও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৯০ দিন পর সেই নম্বরটি নতুন কোনও গ্রাহককে দিয়ে দেওয়া যাবে৷ সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ নতুন সিমে ২৪ ঘণ্টা এসএমএস পরিষেবা বন্ধ থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sim