শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

সর্বাধিক কতগুলি সিম নিতে পারবেন একজন? ভেরিফিকেশনের কড়া নিয়ম চালু Central government issues strict rules for SIM verification – News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১৮, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


কলকাতা: সিম ভেরিফিকেশনের জন্য বৃহস্পতিবার নতুন নিয়মাবলী ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ নতুন এই নিয়মাবলী অনুযায়ী, বাল্ক কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে৷ এখন থেকে নতুন সিম কার্ড বিক্রি করতে গেলে বিক্রেতাদেরও ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ মূলত সাইবার অপরাধ আটকানোর উদ্দেশ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভুয়ো পদ্ধতি ব্যবহার করে নেওয়া প্রায় ৫২ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করে দেওয়া হয়েছে৷ নিয়ম বহির্ভূত ভাবে ভুয়ো পদ্ধতির সাহায্যে মোবাইল সংযোগ দেওয়ার অভিযোগে ৬৭ হাজার সিম বিক্রেতাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে৷

এক নজরে দেখে নেওয়া যাক সিম ভেরিফিকেশনের নতুন নিয়ম কী কী?

নতুন নিয়মে, প্রত্যেক সিম কার্ড বিক্রেতাকেই নিজেদের পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে৷ সিম কার্ড িডলারদের ভেরিফিকেশনের দায়িত্ব নিতে হবে টেলিকম সংস্থাগুলিকেই৷ এই নিয়ম না মানলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷

সিম কার্ড বিক্রেতাদের নিজেদের নাম নথিভুক্ত জন্য ১২ মাস সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পদ্ধতিতে যে কোনও বিক্রেতাকে দ্রুত চিহ্নিতকরণ, ব্ল্যাকলিস্ট করা সহজ হবে৷

নতুন সিম কার্ড বিক্রি করার সময় এবার থেকে আধার কার্ডের প্রিন্টেড কপির উপরে থাকা কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে৷ চালু নম্বরের জন্য নতুন সিম নিতে গেলেও একই নিয়ম মানতে হবে৷

এবার থেকে আর বাল্ক কানেকশনও দিতে পারবে না কোনও টেলিকম সংস্থা৷ তার বদলে বিজনেস কানেকশন চালু করা হচ্ছে৷ এই ব্যবস্থায় শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য নয়, ওই সংস্থার যে কর্মী বা প্রতিনিধিরা সিমগুলি ব্যবহার করবেন, তাঁদের প্রত্যেকের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে৷

নতুন নিয়মে একজন ব্যক্তি অবশ্য পরিচয় যাচাই করিয়ে সর্বাধিক ৯টি সিম কার্ড নিতে পারেন৷

কোনও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৯০ দিন পর সেই নম্বরটি নতুন কোনও গ্রাহককে দিয়ে দেওয়া যাবে৷ সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ নতুন সিমে ২৪ ঘণ্টা এসএমএস পরিষেবা বন্ধ থাকবে৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Sim



Source link

সর্বশেষ - বিনোদন