চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সংবাদ প্রকাশের জেরে আহসান আলম নামে এক সংবাদকর্মীকে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ওয়ার্ডবয় রাসেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মাথাভাঙ্গা সেতুর উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আহসান আলমকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় আহত সাংবাদিক আহসান আলম বাদী হয়ে ওই দিন দুপুর ২টার দিকে সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
আজ দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস জানান,
ঘটনার পর আসামী রাসেলকে গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম। পরে আজ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়টি স্বীকার করে সে। সাংবাদিক আহসান আলমের চুরি যাওয়া মালামাল উদ্ধারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গত রোববার সকালে সদর হাসপাতালের মধ্যে রাজুর চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করা অবস্থায় সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব আহসান আলমকে (৪৫) হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ওয়ার্ডবয় রাসেল হোসেন। এসময় সাংবাদিকের হাতে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের আংটি এবং ব্লেজারের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় সে। পরে ওই ঘটনায় আহত সাংবাদিক আহসান আলম বাদী হয়ে ওই দিন দুপুর ২ টার দিকে সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে ওঠে জেলার সংবাদিকরা।