ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ পরীক্ষা।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসলো শিক্ষার্থীরা।
রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে আসা রুবিনা ইয়াসমিন নামে এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, রাস্তায় যানজট না থাকায় সময় মতো মেয়েকে কেন্দ্রে নিয়ে আসতে পেরেছেন। আধা ঘণ্টার আগেই পরীক্ষা কেন্দ্রে আসেন।
এদিকে মীরপুর গার্লস আইডিয়াল কলেজের পরীক্ষা কেন্দ্রে ৭ মিনিট দেরি করে আসে নাদিয়া নামে এক শিক্ষার্থী।দেরি হওয়াতে সে ভয় পেয়ে যায়। তবে নিয়ম অনুযায়ী রেজিস্টার খাতায় নাম লিখে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।
এবার মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।
এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে।