বাঁকুড়া: অবশেষে উত্তাপ মুক্ত হলো বাড়ি, হাঁপ ছেড়ে বাঁচলেন এলাকার আতঙ্কিত বাসিন্দারা৷ গরমে উত্তপ্ত হচ্ছিল বাড়ির একটা বিশেষ অংশ। ক্রমশ সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল বাড়ির অন্যান্য অংশ। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গোটা গ্রামের বাসিন্দারা।
কীসের এই গরম, কেনই বা এত গরম অনেকের মনেই দানা বাঁধছিল বিভিন্ন আশঙ্কা। অবশেষে আশঙ্কার অবসান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কারণ উদঘাটন করে গ্রামের মানুষকে বিশদে দেখিয়ে আশ্বত করা হয়েছে। বাঁকুড়ার ছাতনা থানার ভূঁইয়াপাড়া গ্রামে এই খবরে নড়েচড়ে বসে প্রশাসন, খবর দেওয়া হয় বিজ্ঞানমঞ্চকে।
বিজ্ঞানমঞ্চের পাঁচ সদস্যের একটি দল যায় ভূঁইয়াপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকারের বাড়ি। ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে সন্দেহ হয় ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকলেও থাকতে পারে। সামান্য একটা টেস্টারের টেস্টেই কিস্তিমাত। কোনও কারনে বাড়ি মেঝে কিংবা সিঁড়ির বিমের সঙ্গে হয়ে গিয়েছিল ইলেকট্রিকের সংযোগ। আর তাতেই সিঁড়ির ধাপ শুরুর নিচের অংশ গরম হওয়ার রহস্য উদঘাটন হল। খুশি কুম্ভকার পরিবার খুশি এলাকার মানুষজন।
Priyabrata goswami
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Mysterious