মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ দাবা ফেডারেশন এর ব্যবস্থাপনায় এবং টাঙ্গাইল জেলা পুলিশ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে (৩ সেপ্টেম্বর) শনিবার স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন এবং রানার-আপ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আবদুল্লাহ আল ইমরান, এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।