গোলাম মোস্তাফিজাার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব।আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক হাকিমপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের উন্নয়ন পৌঁছে দিয়েছি। সেই দাবীতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে আমার পাশে থাকবেন বলে আশা করছি।বর্তমান সরকার শিক্ষকদের ব্যাপক উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনাদের যে সকল বৈষম্য রয়েছে সে গুলোর সমাধান করা হবে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুরের হিলিতে জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ,গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে ও পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক ইউসুফ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার প্রাক্তন শিক্ষকদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ তৌহিদুল ইসলাম তৌহিদ।