নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি এর ট্রেডিং কোড বদল হয়েছে। শেয়ারহোল্ডারদের আগ্রহে ও অনুরোধে লাভেলো আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি হয়েছে।
এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড “তাওফিকা” এর পরিবর্তে “লাভেলো” করা হয়েছে।
আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে তাওফিকা নয়, লাভেলো নামে ট্রেড হবে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৫ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে ৫৮ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি